'আমার ছেলে নির্দোষ। একবার ওঁর সঙ্গে কথা বলতে চাই'। বললেন আইআইএম ধর্ষণকাণ্ডে অভিযুক্তের মা। তাঁর কথায়,'কলকাতার কিছুই জানি না। এত দূর পড়াশুনো করার জন্য এসেছে। এ কাজ করতেই পারে না'।