Advertisement

'ধর্ষণ নয়, সম্মতিতেই ঘটেছিল', IIM Calcutta Rape Case অভিযুক্ত যে দাবি করেছেন আদালতে

আইআইএম জোকার হস্টেলে ধর্ষণ হয়নি। সম্মতির ভিত্তিতেই হয়েছিল। আদালতে এমন দাবি করেছেন অভিযোগকারীর আইনজীবী। যদিও কলকাতা পুলিশের প্রধান কৌঁসুলি সৌরিন ঘোষ সওয়াল করেন, ধর্ষণের পক্ষে নির্দিষ্ট প্রামাণ্য তথ্য মিলেছে। তাই পুলিশে হেফাজত দেওয়া হোক অভিযোগকারীকে। ১৯ জুলাই পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
POST A COMMENT