জীবনে বাঁচার জন্য টাকার প্রয়োজন। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল শিল্প ভাবনা এবং শিল্পের প্রতি ভালবাসা। শিল্পের মান যদি ভাল না হয়, তাহলে তা কালের গর্ভে হারিয়ে যাবে। কিন্তু মাস্টারপিস, তা কোনও দিন হারাবে না। ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে এক আলোচনায় এই কথা একবাক্যে স্বীকার করলেন, মঞ্চে উপস্থিত জাতীয় পুরস্কারজয়ী চিত্র নির্মাতা উৎপল বরপূজারী, পরিচালক নীল মাধব পাণ্ডা, চিত্রশিল্পী পরেশ মাইতি এবং অভিনেতা কপিল বোরা।
india today conclave east 2022, masterpiece will remain ever