ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। আর এই খবর পেয়েই ছুটে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে৷ এ দিন সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী৷ এই ঘটনায় প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসক শিবির। গোটা বিষয়টি অগণতান্ত্রিক বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা বিজেপির কথায় চলছে, এমন অভিযোগও করেন তৃণমূলনেত্রী।