মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে হঠাৎ সেনার ট্রাক থামাল পুলিশ। ট্রাফিক আধিকারিকদের অভিযোগ, নিয়ম না মেনে হঠাৎ ডানদিকে বাঁক নিয়েছিল ট্রাকটি। অন্যদিকে ট্রাকের সেনাকর্মীদের দাবি, কোনও আইনই লঙ্ঘন করা হয়নি।