একুশে ফেব্রুয়ারি। যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহিদ দিবস পালন করা হল কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে। এই উপলক্ষে সোমবার সকালে কলকাতার ৯, বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ রাখা হয়। এরপর পাক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং সংলগ্ন বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে একটি সুদৃশ্য প্রভাতফেরি বের হয়। ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপহাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন সহ মিশনের কর্মকর্তা।
International Mother Language Day 2022 Celebration at kolkata