যাদবপুরে ছাত্রদের জখম হওয়ার ঘটনার প্রতিবাদে মিছিল বাম নেতৃত্বের। সিপিআইএম, সিপিআই-সহ বামেদের অন্য শরিক দলও এই মিছিলে অংশ নেয়। মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম, মীনাক্ষি মুখোপাধ্যায়রা। ছাত্রদের উপর কেন আক্রমণ নামিয়ে আনা হয়, সেই প্রশ্ন তোলেন বাম নেতারা।