চাকরি ফেরত না পেলে রাজ্যে আগুন জ্বলবে। হুঁশিয়ারি চাকরিহারাদের একাংশের। তাঁদের দাবি, চাকরি চলে গেছে। তাই বিদ্রোহ ছাডডা তাদের উপায় নেই। চাকরি পাওয়ার জন্য অনেকে আন্দোলনের পথে হাঁটছেন। তবে তাঁরা আন্দোলন বা আবেদন করবেন না। সরাসরি বিদ্রোহ করবেন।