‘মুখ্যমন্ত্রী বলছেন, উনি রাতে ঘুমোতে পারছেন না। উনি যদি সত্যিই আমাদের সঙ্গে কাঁদতে চান, তাহলে ওনার উচিত জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মেনে নেওয়া। এবং শাসক দলের যে নেতারা বারবার জুনিয়র ডাক্তারদের 'খুনি'- 'কসাই' বলে হুমকি দিচ্ছেন, সাধারণ মানুষকে ক্ষেপানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।’ কাল মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক না হওয়ার পর ফের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জয়েন্ট পারফর্ম অফ ডক্টরস। পাশাপাশি এদিন তাঁরা জানিয়ে দেন, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এটা তাঁর শেষ চেষ্টা। তবে আমরা মনে করি কোনও সংকট থেকে বেরোনোর জন্য, কোনও চেষ্টাই শেষ চেষ্টা নয়। চেষ্টা বারবার করা উচিত। যতদিন না সংকট মেটে। পাশাপাশি আমরা চিফ সেক্রেটারির মন্তব্যেরও নিন্দা করছি। আমাদের মনে হয় এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বোধহয় আর নেই। তবে আমরা আশা ছাড়তে রাজি নই।’