জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ফের রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে। আন্দোলনকারীদের বক্তব্য, 'আমাদের চতুর্থ-পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্যসচিবকে নিয়ে আমাদের যা দাবি ছিল তা নিয়ে ফের আলোচনায় বসতে চাই। রাজ্যের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এখানেই থাকছি। তাঁরা ঠিক কী বলেছেন শুনুন। যত দিন না সব দাবি মেনে নেওয়া হবে তত দিন আন্দোলন চলবে সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বললেন, আমাদের তরফ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। যত দ্রুত এর সমাধান করা যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এখানেই থাকছি।
Junior doctors movement