বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দাবি, নিয়োগ মামলায় যাঁদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা দালাল। অবৈধ ভাবে নিয়োগের টাকা আসলে কোথায় পৌঁছেছে, তা দ্রুত তদন্ত করে বার করার বার্তাও দেন তিনি। এরপরই ইডি-সিবিআইয়ের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে বিচারপতি বলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এঁরা তো দালাল! আসল টাকা কোথায় পৌঁছল? সেটাই তো খুঁজে পেতে হবে। এত দিন ধরে কি করছেন? এখনও অবধি কোমরের উপরে পৌঁছতে পারেননি! আপনারা যদি এ বার না মাথায় পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে। দীর্ঘ দিন হয়েছে। সময় অপচয় ছাড়া কিছু হচ্ছে না।
Justice Abhijit Ganguly on the role of the central agency