Advertisement

Justice Rajasekhar Mantha: বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট, উত্তাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে যাকে বলে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সোমবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসপন্থী আইনজীবীরা। বিক্ষোভের জেরে এজলাস ছেড়ে চলে যান বিচারপতি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই বিক্ষোভের বিরোধিতা করেন কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচীও। এজলাসের বাইরে গেট আটকে কোর্ট বয়কট করেন আইনজীবীদের একাংশ। এর ফলে স্তব্ধ হয়ে যায় বিচারপতি মান্থার বেঞ্চে বিচারপ্রক্রিয়া। এরপরেই কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন। এই পরিস্থিতিতে নিজের এজলাস ছেড়ে উঠে যান প্রধান বিচারপতিও।

Advertisement
POST A COMMENT