Advertisement

Kali Puja 2023: চুল থেকে গয়না, সম্পূর্ণ কালী প্রতিমাই এখানে তৈরি হয় মাটি দিয়ে

সামনেই কালী পুজো। প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। দুর্গাপুজোর পর খুব কম সময় পাওয়া যায় কালী প্রতিমা তৈরি করতে। দক্ষিণ কলকাতার এই জায়গায় কালী প্রতিমা তৈরি হয় সম্পূর্ণ মাটি দিয়ে। মূর্তি গয়না থেকে চুল সমস্ত কিছুই তৈরি হয় মাটি দিয়ে। দক্ষিণ কলকাতার অনাথ বন্ধু স্টুডিও এই মূর্তিগুলি তৈরিতে বিশেষ পারদর্শী। গত ৩৩ বছর ধরে তা করছে। এই স্টুডিও থেকে মূর্তিগুলি অন্য দেশে পাঠানোর হতো। তবে কোভিডের সময় চাহিদা তলানিতে ঠেকেছিল। ফলে রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল। তবে এ বছর চাহিদা বেড়ে যাওয়ায় আশাবাদী কারিগররা।

Advertisement
POST A COMMENT