কান্তি গাঙ্গুলি। সিপিএম-এর প্রবীণ নেতা। পার্টি কীভাবে ভাগ হল, সেই সময় নকশালদের ভূমিকা কী ছিল? জানালেন কান্তি গাঙ্গুলি। ওই প্রবীণ নেতার কথায়, 'সেই সময় পার্টির ভিতরে এক নতুন মতাদর্শ তৈরি হল। একটা শ্রেণী সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। যাদের আমরা এখন নকশাল বলি।' সেই সময় আর কী কী হয়েছিল ? জানালেন কান্তি গাঙ্গুলি।