Advertisement

Kasba Student Death Update: 'আমার উপর প্রতিশোধ নিতেই ছেলেকে খুন,' বললেন কসবার মৃত ছাত্রের বাবা

'পরিকল্পনা করে ছেলেকে খুন করেছেন শিক্ষিকারা।' বাংলা ডট আজতক ডট ইন-কে এমনটাই বললেন কসবার স্কুলের মৃত ছাত্রের বাবা শেখ পাপ্পু। সেই সঙ্গে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের মন্তব্যের কোনও ভিত্তি নেই বলেও দাবি তাঁর। তিনি বলেন,'ছেলে মোটেও মানসিক সমস্যায় ছিল না।'

Advertisement
POST A COMMENT