Advertisement

Kaustav Bagchi: 'এখানে চোর বলব দিল্লিতে সাধু বলব...' , বিজেপির দিকে যাচ্ছেন কৌস্তভ?

'এখানে চোর বলব দিল্লিতে সাধু বলব এটা হতে পারে না'। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা নিয়ে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। বাংলা ডট আজতক বাংলা ডট ইন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন,'আমার প্রতিজ্ঞা কখনও পরিবর্তন হবে না। আমার অবস্থান স্পষ্টভাবে দলকে জানিয়ে দিয়েছি।' কৌস্তভ ফেসবুকে লিখেছিলেন, তাঁর মুখপাত্রের পদ আর নেই। এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,'আমি পদ নিয়ে লালায়িত নই। আমাকে পদ থেকে বাদ দিতে পারে। মানুষের মন থেকে মুছে দিতে পারবে না।' সেই সঙ্গে অধীর চৌধুরীর উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান কৌস্তভ। তাঁর বক্তব্য,'অধীর চৌধুরী আমার নেতা। সভাপতির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাঁর প্রতি আমার আস্থা আছে। যে সমস্ত মানুষ ঘনিষ্ঠবৃত্তের বলে দাবি করেছেন, এখন তখন তাঁর হয়ে কাউকে বলতে দেখা যায়নি। ওঁর প্রতি আশাভরসা আছে।'

Advertisement
POST A COMMENT