নিজস্ব কাজে কলাকাতয় আসছিলেন বাঁকুড়ার BJP-র এমএলএ। তাকে দ্বিতীয় হুগলি সেতু টোল ট্যাক্সের কাছে পুলিশ আটকে দেয়। তিনি টোল ট্যাক্সের রাস্তার উপরেই বসে বিক্ষোভ শুরু করেন।