scorecardresearch
 
Advertisement

KMC Election Campaigh by Saayoni Ghosh: হিরণ থেকে সায়নী, শেষ রবিবারের জমজমাট তারকা প্রচার কলকাতায়

KMC Election Campaigh by Saayoni Ghosh: হিরণ থেকে সায়নী, শেষ রবিবারের জমজমাট তারকা প্রচার কলকাতায়

ভোটের আগে শেষ রবিবার, জমজমাট তারকা প্রচার কলকাতায়। সকাল থেকেই প্রচারের ময়দানের সমস্ত রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন ১২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। ঠিক তেমনই অপরদিকে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাসগুপ্তের সমর্থনে ভোট প্রচারে নামলেন অভিনেত্রী তথা তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। হুডখোলা গাড়িতে এলাকা ঘুরে প্রচার সারলেন তিনি। দেখুন গ্রাউন্ড রিপোর্ট।

KMC Election Campaigh by Saayoni Ghosh at 101 no ward

Advertisement