বাগবাজার ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে BJP প্রার্থীর অভিযোগ EVM-এ কালো দাগ দিয়ে রেখে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সেক্টর অফিসার ঘটনাস্থলে এসে সেটা রিমুভ করে দিয়েছেন। দাবি BJP প্রার্থীর।
kmc election 2021, Complaint of giving ink to EVM in Bagbazar