১০৯ নম্বর ওয়ার্ড জুড়েই সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএমের প্রার্থী শিখা পুজারী। তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। ভয় দেখানো হচ্ছে। একজনের ভোট অন্যজন দিচ্ছে বলে তার অভিযোগ।
CPIM candidate alleges Terrorism is being carried out in ward 109