৫২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কামিনী সান্তানি ফটিককে হেনস্থার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন তাঁর দলের জোটকে বুথের বাইরে ফেলে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানাতে আসলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রার্থীকে ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ করেন তিনি।
Kamini Santani Fatik, a BJP candidate from Ward No 52, has been accused of harassment