পঞ্চসায়রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। টোটো গাড়ি করে ভোটারদের বিনামূল্যে নিয়ে এসে প্রভাবিত করার অভিযোগ উঠলো। ১০৯ নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি কলোনীতে ৪৪ নম্বর বুথে একজনের ভোট দিলেন অন্যজন।
One voted for another in ward 109 in panchasayar