পুরনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জায়য়গায় বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব হল BJP। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'আমরা একাধিক অভিযোগ কমিশনকে জানিয়েছি। আরও জানাব। তবে এই নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ ভোট করা অসম্ভব। এরা মেরুদণ্ডহী।'
sukanta majumdar slams election commossion