কলকাতা পুরভোটের ফলাফলে ৫০ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ। ফলাফল সামনে আসার পরেই কর্মী-সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতলেন সজল ঘোষ। জানালেন, যতদিন থাকবেন মানুষের দাস হয়ে থাকবেন। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সকলের হয়ে কাজ করবেন তিনি।
BJP Candidate Sajal Ghosh wins from ward 50 in KMC Election result 2021