ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ESI কর্মীর। জানা গেছে নাইট ডিউটি সেরে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা রূপা মণ্ডল। সেই সময় পৈলানের দিক থেকে দুটি বেসরকারি বাস রেষারেষি করে আসছিল এবং 3A বাসস্ট্যান্ডের মোড়ে ওই স্কুটিকে ধাক্কা মারে SD16 বাস। ধাক্কা মারার ফলে রূপা মণ্ডল মাটিতে ছিটকে পড়ে এবং রেলমেট থাকা সত্ত্বেও SD16 বাস বাসের চাকার তলায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে।
A woman ESI worker died in a road accident at Thakurpukur 3A bus stand