শহরে ফের বেপরোয়া বাসের ধাক্কায় দুর্ঘটনা। বুধবার ঘড়িতে সকাল 11 টা বেজে 45। চারু মার্কেট থেকে এক্সাইড দিকে যাচ্ছিল একটি বাস। হঠাৎই টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর, এস পি মুখার্জি রোডের ওই বেপরোয়া যাত্রী ভর্তি বেসরকারি বাস একে একে আটটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগলেও গুরুতর জখম কেউ হননি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে পুলিশ এবং পলাতক গাড়ির খালাসী। রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত রবিবার লেকটাউনে তেল বিক্রির জন্য় আস্ত বাস চুরির ঘটনা ঘটে। শুধু তাই নয়, সেই চুরি হওয়া বাস তারপর বেপরোয়া গতিতে সেই বাস চালিয়ে গাড়িতে ধাক্কা মারে।
Kolkata Bus Accident News