আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মেয়েদের সত্যি কোথাও নিরাপত্তা নেই। এই যে রাত দখলের কর্মসূচি চলেছিল, তাতে পর্যন্ত মেয়েদের সঙ্গে নোংরামির ঘটনা ঘটছে। এরপর কুলতলি, হুগলি কত জায়গার নাম বলি তার হিসাব নেই। 2024 এই সালটা যেন এই মেয়েদের উপর নোংরামি ঘটনার যেন উদাহরণ তৈরি করেছিল। বাড়িতে তরুণী মাতাল হতেই ছেলে বন্ধু যা করল, তা আপনি ভাবতেও পারবেন না। ছিঃ। মধ্যযুগীয় বর্বতা আজও আমাদের যে আষ্টেপিষ্টে ধরে আছে, এটা তারই প্রমাণ।