Advertisement

DA Protest: "যতই চাটো হাওয়াই চটি, পুলিশ তোমারও ডিএ বাকি"-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সরকারি কর্মীরা

DA-এর দাবিতে বুধবার বিক্ষোভ দেখাতে গিয়ে যে সকল কর্মীরা ধৃত হয়েছিলেন তাদের বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাদের মুক্তির দাবিতে এদিন ব্যাঙ্কশাল আদালতের বাইরে বিক্ষোভ দেখায় সরকারি কর্মীরা। সাদা পাতায় দাবি লিখে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভরত কর্মীরা পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয়। সাদা কাগজে হাতে লেখা ছিল ‘যতই চাটো হাওয়াই চটি, পুলিশ তোমারও ডিএ বাকি…’। তাদের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছে। তাদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।

DA Protest

Advertisement
POST A COMMENT