Advertisement

Kolkata doctor murder: 'আমাদের তো প্রাইভেটে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই,' OPD বন্ধে মাথায় হাত, আরজি করে অবস্থা শোচনীয়, দেখুন

তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় গোটা দেশে প্রতিবাদ চলছে। আজ থেকে দেশজুড়ে সব হাসপাতালে ওপিডি বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা। এই আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শিকেয় উঠেছে হাসপাতাল পরিষেবা। চরম ভোগান্তি চলছে রোগী ও রোগীর আত্মীয়দের। আর জি কর হাসপাতালে আজ অর্থাত্‍ সোমবারও সকাল থেকে থিকথিকে ভিড় ওপিডির সামনে। কিন্তু বন্ধ ওপিডি-র জেরে দূরদূরান্ত থেকে আসা মানুষ চরম অসুবিধায় পড়েছেন।

Advertisement
POST A COMMENT