Advertisement

VIDEO: কলকাতায় পুজোর থিম ‘খেলা হবে’! এ কোন খেলার ইঙ্গিত?

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর কলকাতা (Kolkata)-র দুর্গাপুজো মানেই থিমের লড়াই। বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতার পুজোগুলির মধ্যে যে থিম ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে তা হল ‘খেলা হবে’ (Khela Hobe Theme)। অন্য কোথাও নয় এই থিম হচ্ছে মমতার গড়েই। ভবানীপুর দুর্গোৎসব সমিতি (Bhawanipur Durgatsav Samiti)-র এবারের পুজোর থিম ‘খেলা হবে’। কোন খেলার থিম ফুটে উঠবে পূজামণ্ডপে ? একি রাজনীতির খেলা? নাকি সত্যিকারে খেলা হবে পুজো মণ্ডপে ? শুনুন উদ্যোক্তাদের মুখেই।

Advertisement