'শ্লীলতাহানি, টাকা তোলা, মারপিট... ', মনোজিৎ মিশ্রের অপরাধী মানসিকতা আগে থেকেই ছিল বলে দাবি করলেন মনোজিৎ মিশ্রর প্রাক্তন সহপাঠী তিতাস মান্না। তিনি জানালেন এর আগেও একটি মেয়ের সঙ্গে এমন আচরণ করেছে। মোবাইলে ভিডিও করেছিল। তিতাস বলেন,'২০১৭ সালে ও এই ধরনের কাজ করেছিল। তখন কোনও অভিযোগ করেননি নির্যাতিতা। সেই সময়েও নির্যাতিতার ভিডিও করেছিল'। প্রতিবেদক- তাপস সেনগুপ্ত।