ব্রিগেডে গীতাপাঠের মঞ্চে এলেন বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রী। প্রত্যাশিতভাবেই হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন। বললেন, বাঙালি হিন্দুদের বাছতে হবে গাজওয়া-এ হিন্দ না গৈরিক ভারত দেখতে চায় তারা।