'বৃষ্টি থামার ৫ ঘণ্টার মধ্যেই কলকাতার প্রধান জায়গাগুলি থেকে জল মেনে গিয়েছে। আর আমহার্স্ট স্ট্রিট বহু বছর ধরে জল জমে। আমরা ম্যাজিক করতে পারি না। কাজ করতে টাকা লাগে। কেন্দ্রীয় সরকার দেয় না। আগামী বছর থেকে জল জমবে না'। বললেন ফিরহাদ হাকিম।