Advertisement

Kolkata Metro Under Ganga River: জলের শব্দ- নীল আলোয় খেলছে মাছ, গঙ্গার নিচে মেট্রো সফরে মিলবে এমন আবহ, VIDEO

মাথার উপরে বইছে গঙ্গা। আর নিচ দিয়ে ছুটছে মেট্রো ট্রেন। আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। আর গঙ্গার নিচের মেট্রোকে আরও আকর্ষণীয় করতে তুলতে চলেছে মেট্রো কতৃপক্ষ। গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় থাকবে নীল আলোয়। দেখে মনে হবে জলের রাশির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাবে ওই জলের মধ্যে খেলছে মাছ। আর ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা পাবেন জলের শব্দ। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT