Advertisement

Majherhat Metro Trial Run: প্রথম ট্রায়াল রান মাঝেরহাট মেট্রোর, দেখুন দারুণ ভিডিও, উদ্বোধন কবে?

মহড়া দৌড় বা ট্রায়াল রান হল মাঝেরহাট মেট্রোয়। শনিবার মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে তারাতলা মেট্রো স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হয়। মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত ১.২৫ কিলোমিটার অংশে ট্রায়াল রানের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ উঠেছিল। এই মেট্রো রুট চালু হলে দক্ষিণ শহরতলির প্রচুর মানুষ ট্রেন থেকে মাঝেরহাট রেল স্টেশনে নেমেই মাঝেরহাট মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন। বহু মানুষের যাতায়াতে সুবিধে হবে।

Advertisement
POST A COMMENT