Advertisement

Kolkata Metro: পুজোর আগেই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রেলের ট্রায়াল রান শুরু

পুজোর আগেই নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে মেট্রো রেলের ট্রায়াল রান শুরু হল। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ট্রায়াল রান চালানো হবে। একটি নন এসি রেক কবি সুভাষ মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে। শনিবার বেলা ১১ টা নাগাদ শুরু হয় ট্রায়াল রান। কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মোট পাঁচটি স্টেশন রয়েছে। জানা গেছে, এক মাস ধরে সপ্তাহে দুই দিন করে এই ট্রায়াল রান চালানো হবে।

New Garia to airport route metro trial run to start

Advertisement
POST A COMMENT