Advertisement

Kolkata Metro: এবার মেট্রোরেলের ডিসপ্লেতে কার্টুন, শিশুযাত্রীদের জন্য স্পেশাল ব্যবস্থা

শিশুযাত্রীদের জন্য অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর। এবার শিশুযাত্রীদের জন্য মেট্রোর ডিসপ্লেবোর্ডে দেখানো হবে কার্টুন। উত্তর-দক্ষিণ মেট্রোর মেধা রেকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনগুলি, যা শুধুমাত্র স্টেশনের নাম এবং রুট ম্যাপ দেখাত, এখন কার্টুন শো-গুলির মতো শো দেখানো শুরু করল। মেট্রো যাত্রীদের ভ্রমণের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এবং মেট্রো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে। প্রথম দিনেই যাত্রীরা শোটি পুরোপুরি উপভোগ করেছেন এবং মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। দেখুন সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT