Advertisement

Kolkata Metro Timing: রাতের শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল, কখন ও কবে থেকে চালু?

যাত্রীদের সুবিধার জন্য রাত্রি ১১ টায় শেষ মেট্রো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো। সেই মতো মেট্রো চলছিলও। তবে সেই মেট্রোর সময় বদলে দেওয়া হল। রাত্রি ১১ টার বদলে এই মেট্রো এবার থেকে ছাড়বে ১০ টা বেজে ৪০ মিনিটে। অর্থাৎ ২০ মিনিট সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ এবার থেকে দমদম ও কবি সুভাষ থেকে আর ১১.০০ টায় শেষ মেট্রো ছাড়বে না। আগামী সোমবার থেকে নয়া সময়ে পরিষেবা চালু হবে।

Advertisement
POST A COMMENT