Advertisement

Kolkata Underwater Tunnel Metro: কলকাতায় গঙ্গার তলায় ছুটবে মেট্রো, কোন রুটে-জলস্তর থেকে কত নীচে ?

তৈরি হল ইতিহাস। অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল রাজ্যবাসী। গঙ্গার তলা দিয়ে চলল মেট্রো। প্রথমে দেখুন সেই দৃশ্য, কীভাবে গঙ্গার নিচে তৈরি সুরঙ্গ দিয়ে চলছে মেট্রো। বুধবার মেট্রোর দু’টি রেক গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে পৌঁছল হাওড়ায়। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন।

Advertisement
POST A COMMENT