মনোজিৎ মিশ্রর 'দাদাগিরি' নিয়ে আগেও একাধিকবার FIR হয়েছিল। তা সত্ত্বেও কেন কোনও পদক্ষেপ করেনি পুলিশ? 'দায়সারা' জবাব দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। CP বলেন,'সাউথ ক্যালকাটা ল'কলেজে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশ তদন্ত করছে তবে যেহেতু মামলাটি খুবই স্পর্শকাতর তাই এই নিয়ে আমরা খুব বিস্তারিত কিছু এখনই জানাতে পারছি না। প্রত্যেকটা বিষয়কেই তদন্তের স্ক্যানারে রাখা হয়েছে। তবে এখনই তা প্রকাশ্যে আনা উচিত হবে না।'