Advertisement

RG Kar Murder Case: বিনীত গোয়েলকে 'মেরুদণ্ড' উপহার ডাক্তারদের

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে শিরদাঁড়া উপহার দিলেন জুনিয়ার ডাক্তাররা। চিকিৎসকদের বক্তব্য, 'আমরা ডেপুটেশন কপি দিই, তিনি অ্যাকসেপ্ট করেন। তিনি স্বীকার করেন সেই রাতের ঘটনা পুলিশের ফেইলিওর ছিল। কমিশনার জানান, আমাদের দাবি মেনে ওনাদের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের যদি মনে হয় পদত্যাগ করানোর তিনি তা স্বীকার করবেন।'

Advertisement
POST A COMMENT