গোটা কলকাতা ও আশপাশের জেলাগুলি স্তব্ধ। শিয়ালদা দক্ষিণ শাখায় তো ট্রেন পুরো বন্ধ। ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে খবর, যা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র জলবন্দি মানুষ। কলকাতার বহু বাড়িতে ঢুকেছে জল। শিয়ালদায় রেলওয়ে ট্র্যাকও জলের নিচে। সেই কারণে শিয়ালদহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা। উত্তর শাখায় দমদম থেকে চলাচল করলেও সকাল থেকেই বাতিল বহু ট্রেন। যা চলছে তাও অত্যন্ত ধীর গতিতে। তারকেশ্বর লাইনে প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল। পরে ট্রেন চালু হলেও অনিয়মিতভাবে চলছে। একই চিত্র বর্ধমান মেন লাইনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সব লাইনেই ট্রেন দেরিতে চলেছে। ফলত ভিড় ভয়াবহ আকার নিয়েছে। অনেক যাত্রী প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থেকেছেন, কারণ ট্রেনে ওঠার জায়গা হয়নি