লালবাজার অভিযানেরই পুনরাবৃত্তি হতে চলেছে স্বাস্থ্যভবনেও? পরিস্থিতি সে দিকেই এগোচ্ছে। লালবাজার অভিযানে হাতে ছিল শিরদাঁড়া। স্বাস্থ্যভবনে দেখা যাচ্ছে, ডাক্তারদের হাতে মগজ। আরজি কর কাণ্ডের মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আজ বুধবার সকালেও তাঁরা অবস্থানরত। রাতভর চলল স্লোগান, গান, গ্রাফিটি। রাতে কী কী ঘটল? দেখুন