Advertisement

150 Years Of Kolkata Tram: ট্রামের সঙ্গে শহরজুড়ে ঘুরছে কলকাতার গণপরিবহণের দেড়শো বছরের ইতিহাস

২০২৩ সালের ফেব্রুয়ারিতে, কলকাতা, একমাত্র ভারতীয় শহর যেখানে ট্রাম এখনও সচল রয়েছে এবং এর পথচলার ১৫০তম বার্ষিকী উদযাপন করছে। কলকাতা ট্রামের ইতিহাসকে চিত্রিত করে ৪-৫টি ডাবল বগি ট্রাম শহরের পথে নেমেছে বেশ কয়েক দশক পর। এই 'ট্রামযাত্রা' কর্মসূচি প্রায় এক সপ্তাহ ধরে চলবে।

150th Anniversary of Kolkata Tram Services

Advertisement
POST A COMMENT