Advertisement

Kolkata: ভারী বৃষ্টিতে জলে ভাসছে সল্টলেক টু সেন্ট্রাল অ্যাভিনিউ

গভীর নিম্নচাপ আর তার প্রভাবে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি। কোথাও হাঁটুজল তো কোথাও আবার গাড়ি-বাইক ডুবে যাচ্ছে জমা জলে। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলিপুরে ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ৮০ মিলিমিটার, সল্টলেক/নিউ টাউনে ৮৮ মিলিমিটার, ব্যারাকপুরে ৯৩ মিলিমিটার, উত্তর কলকাতার শ্যামবাজারে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সকাল ৮টা পর্যন্ত। প্রবল বৃষ্টি হয়েছে মানিকতলায়। ভারী বর্ষণে ডুবেছে উল্টোডাঙ্গা ফ্লাইওভারের নীচের রাস্তা। হাঁটুজল আমহার্স্ট স্ট্রিটে। হাঁটু জল ঠনঠনিয়াতেও। মুক্তারাম বাবু স্ট্রিটে ফুটপাথ জলের তলায় চলে গিয়েছে। জলে ডুবে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ রামমন্দির এলাকাও।দক্ষিণে রাসবিহারী, বেহালা, শিলপাড়া, সখেরবাজার, গল্ফগ্রিন, কসবা, বালিগঞ্জ থেকে উত্তরে ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙা সর্বত্রই জল থইথই। বাস, ট্রাম, ট্যাক্সি চলাচলে সমস্যা। ফলে কাজে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হচ্ছে নিত্যযাত্রীদের।

TAGS:
Advertisement
POST A COMMENT