তীব্র তাপপ্রবাহের জ্বালায় পুড়ছে গোটা বাংলা। বেলা হলেই লু বইতে শুরু করছে। রোদের তাপে সেদ্দ হেওয়ার জোগার। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ 40 ডিগ্রির উপরের থাকবে তাপমাত্রা। ফলে বাড়ির বাইরে বের হওয়ার সময়ে বাড়তি সতর্কতা রাখার পরমর্শ দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে 5 তারিখ থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Weather Update Kolkata