Advertisement

কলকাতায় 'হিউম্যান কোভিড' আক্রান্ত মহিলা, চিন্তার বিষয়? যা বললেন বিশেষজ্ঞরা

ফের করোনা আতঙ্ক। কলকাতায় ৪৯ বছর বয়সী এক মহিলা দেহে মিলল মানব করোনাভাইরাস HKU1। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ১৫ দিন ধরে টানা জ্বরে ভুগছিলেন তিনি। ডাঃ অরিন্দম বিশ্বাস বলেন, 'প্রাথমিকভাবে, সেকেন্ডারি নিউমোনিয়া ধরা পড়েছিল। গত ১৫ দিন ধরেই উনি জ্বরে ভুগছিলেন। রোগীর কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এর সঙ্গে SARS-CoV-2-এর কোনও সম্পর্ক নেই। তবে এটি করোনাভাইরাসেরই আরেকটি স্ট্রেন, HKU-1'।

Advertisement
POST A COMMENT