Advertisement

মাকে ধাক্কা ন্যাড়া নাড়ুর, Nabanna Abhijan এ Koustav Bagchi এর বিরুদ্ধে বিস্ফোরক Kunal Ghosh

'অভয়ার মা হাঁটছিলেন। ক্যামেরায় মুখ দেখাবেন বলে ভদ্রমহিলাকে হাত দিয়ে সরাচ্ছেন বিজেপির ন্যাড়া নাডু'। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়,'বিজেপির নেতা ধাক্কা মারছে, যাতে নিজের মুখ দেখা যায়। অভয়ার মা বা বাবা আহত হয়ে থাকলে পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাঁদের নিয়ে রাজনীতির বিরোধিতা করছি। সিবিআই কেন্দ্রীয় সরকারের। বিজেপির সঙ্গে কীভাবে নবান্নে যেতে পারেন? ধস্তাধস্তির মধ্যে নাটক হতে পারে। । কুৎসিতভাবে ব্যবহার করল ন্যাড়া নাড়ু। এর সমালোচনা হবে না? ন্যাড়া নাডু ক্ষমা চাইবে না? আপনারা স্লো-মোশনে দেখাবেন না?'

Advertisement
POST A COMMENT