'সাংসদ হিসেবে সফল অভিষেক। প্রধানমন্ত্রী কী ভাষণ দেন! ওঁর থেকে ঢের ভালো ভাষণ দেন সাংসদ। রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয়, সেটা দেখিয়ে দিয়েছেন অভিষেক। এটা নরেন্দ্র মোদীও পারেননি। সেই ঈর্ষায় অভিষেককে আক্রমণ করছেন বিজেপি সাংসদরা'। বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।