scorecardresearch
 
Advertisement

Kunal Ghosh Hospitalize: কুণাল ঘোষের কুন কুন জায়গায় ব্যথা, কী অসুখ?

Kunal Ghosh Hospitalize: কুণাল ঘোষের কুন কুন জায়গায় ব্যথা, কী অসুখ?

শরীর সাড়া দিচ্ছে না। বারবার মাথা ঘুরছে। ইনজেকশনই এখন ভরসা। কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে এই পোস্টটাই। কিন্তু কী এমন হল TMC-র মুখপাত্রের। তাও আবার 21 জুলাইয়ের আগেই? নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ জানিয়েছেন, ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা,বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দুবার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল। এখন হাসপাতালে ভর্তি। পরীক্ষা চলছে। চার পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে। আফশোস। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। কুণালের এই পোস্ট দেখে উদ্বেগ বাড়ছে। কিছুদিন আগেই ফুটবল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। একটা সার্জারিও করাতে হয় তাঁকে। তবে তারপর থেকে তিনি ঠিকই ছিলেন। দিব্যি প্রেস কনফারেন্স করে BJP-কে তুলোধনাও করেছেন। গত কদিনে রাজনীতির আখড়া তিনি দাপিয়ে বেরিয়েছেন। এবার সেই লড়াকু কুণালই ভার্টিগোর সমস্যার কাছে কাবু। ভাবুন একবার, শুভেন্দু অধিকারীর মন্তব্য যে মানুষটার উপর প্রভাব ফেলতে পারেনি, সেই মানুষটাই কাবু ভার্টিগো সমস্যায়। আপাতত দিন পাঁচেক সব কিছু থেকেই বিরতিতে থাকবেন কুণাল ঘোষ। এর থেকে বোঝাই যাচ্ছে 21-শের মঞ্চে দিদির পাশে থাকবেন না কুণাল ঘোষ। এখনও তাঁর কিছু পরীক্ষা হবে, সেটাও তিনি জানিয়েছেন। দলের মুখপাত্র হিসাবে পঞ্চায়েত নির্বাচনে তাঁর কাঁধে অনেক দায়িত্ব ছিল। সেখানে থেকে দাঁড়িয়ে 21-র মঞ্চে তাঁর কথা শোনার জন্য অনুগামী অপেক্ষাও করছিলেন। কিন্তু সেই আশাটা বিষ বাঁও জলে। প্রসঙ্গত, এই 21-র মঞ্চে আগামী লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট ঠিক করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Kunal Ghosh Hospitalize.

Advertisement